কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি 1 / 15 Windows অপারেটিং সিস্টেম সম্পর্কিত নিম্নের কোন তথ্যটি সঠিক? a) এটি মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম b) এটি Open source অপারেটিং সিস্টেম c) ক এবং খ উভয়ই সত্য d) কোনোটিই সত্য নয় 2 / 15 নিচের কোনটি কম্পিউটার মেমোরি হিসেবে দ্রুততম? a) RAM b) Hard Disk c) ROM d) Register 3 / 15 নিচের কোনটি কম্পিউটার সিস্টেমের কার্মক্ষমতায় কোনো ভূমিকা রাখে না? a) Size of RAM b) Size of ROM c) Size of Cache Memory d) Size of Register 4 / 15 নিচের কোনটি অক্টাল সংখ্যা (24)_{8} এর সঠিক বাইনারি রূপ? a) (111 101)2 b) (010 100)2 c) (111 100)2 d) (101 010)2 5 / 15 একটি অপারেটিং সিস্টেম একজন ব্যক্তিকে বিভিন্ন symbols, icon অথবা visual metaphor এর মাধ্যমে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপনে ভূমিকা পালন করে। নিচের কোনটি এ শ্রেণির কাজকে নির্দেশ করে? a) Command-Line Interface b) Graphical User Interface c) Block User Interface d) Tap User Interface 6 / 15 নিচের কোন বিবৃতিটি কম্পাইলার সম্পর্কিত সঠিক? a) এটি Interpreter-এর চেয়ে অনুবাদ করতে বেশি সময় লাগে b) এটি প্রতি লাইন প্রোগ্রাম পড়ে এবং অনুবাদ করে c) এটি একবারে পুরো প্রোগ্রাম অনুবাদ করে d) এটি মেশিন প্রোগ্রামকে সোর্স প্রোগ্রামে রূপান্তর করে? 7 / 15 নিচের কোনটি সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয়? a) Facebook b) Twitter c) Instagram d) Google 8 / 15 Cellular Data Network এর ক্ষেত্রে GPRS বলতে কী বুঝায়? a) Global Positioning Radio Service b) General Positioning Radio Service c) Global Packet Radio Service d) General Packet Radio Service 9 / 15 বাহিরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষার্থে নিচের কোনটি ব্যবহৃত হয়? a) Antivirus b) Digital Signature c) Encryption d) Firewall 10 / 15 নিচের কোনটি সার্চ ইঞ্চিন নয়? a) Bing b) Google c) Yahoo d) Safari 11 / 15 ইন্টারনেট জগতে hyper-linked document গুলোর কালেকশানকে কী বলে? a) HTML b) Email c) WWW d) DWS 12 / 15 গ্রাহকের চাহিদা অনুযায়ী, ইউটিলিটি-ভিত্তিক কম্পিউটিং পরিষেবা প্রদানের জন্য কোন প্রযুক্তিটি Distributed Computing এর একটি দৃষ্টান্ত? a) Remote Sensing b) Cloud Computing c) Remote Invocation d) Private Computing 13 / 15 নিচের কোন নেটওয়ার্কটি সবচেয়ে বেশি জায়গা ব্যাপ্তি হয়? a) LAN b) WAN c) MAN d) PAN 14 / 15 নিচের কোন প্রযুক্তি Face Recognition সিস্টেমে ব্যবহার করা হয়? a) Applied AI b) Applied IOT c) Virtual Reality d) কোনোটিই নয় 15 / 15 নেটওয়ার্ক ট্রান্সমিশন রেট বোঝাতে ব্যবহৃত ‘MbPS’ এর পূর্ণরূপ কী? a) Megabytes per second b) Megabits per second c) Milibits per second d) কোনোটিই নয় Your score is 0% Restart quiz