নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন 1 / 10 'Animal Liberation’ গ্রন্থটির রচয়িতা কে? a) হেগেল b) কান্ট c) বেন্হাম d) পিটার সিঙ্গার 2 / 10 কোন শ্রেণির ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত? a) নৈতিকতা-নিরপেক্ষ ক্রিয়া b) সামাজিক ক্রিয়া c) ঐচ্ছিক ক্রিয়া d) ইচ্ছা-নিরপেক্ষ ক্রিয়া 3 / 10 বাংলাদেশের ‘নব্য-নৈতিকতার’ প্রবর্তক হলেন- a) মোহাম্মদ বরকতুল্লাহ b) জি. সি. দেব c) আরজ আলী মাতুব্বর d) আব্দুল মতীন 4 / 10 নিচের কোনটি সুশাসনের মূলনীতি? a) স্বচ্ছতা ও জবাবদিহিতা b) কর্তৃত্ববাদী শাসন c) কেন্দ্রীভূত সিদ্ধান্ত গ্রহণ d) স্বজন প্রীতি ও পক্ষপাতিত্ব 5 / 10 “মানুষ হও এবং মরে বাঁচ।” – এটি কার উক্তি? a) প্লেটো b) হেগেল c) জি. ই. ম্যূর d) রাসেল 6 / 10 জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা কত সালে পাশ হয়? a) ২০১০ b) ২০১১ c) ২০১২ d) ২০১৮ 7 / 10 “দর্শন হচ্ছে ধর্ম ও বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত প্রদেশ।” – উক্তিটি কে করেছেন? a) আর. বি. পেরি b) প্লেটো c) সি. ডি. ব্রড d) বার্ট্রান্ড রাসেল 8 / 10 ‘সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল’ – এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে? a) জাতিসংঘ b) জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি c) বিশ্বব্যাংক d) এশিয়া উন্নয়ন ব্যাংক 9 / 10 নিচের কোনটি ‘SMART Bangladesh’ এর উপাদান? a) Smart Democracy b) Smart Politics c) Smart Society d) Smart Parliament 10 / 10 ‘Republic’ গ্রন্থটির রচয়িতা কে? a) বার্কলে b) জন লক c) ডেকার্ট d) প্লেটো Your score is 0% Restart quiz